ঢাবিতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের র্যালি
“পরিবার ও সমাজ হোক নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধের দুর্গ” প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং বাংলাদেশ মহিলা পরিষদের যৌথ উদ্যোগে ‘নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ মাস নভেম্বর ২০১৫ এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০১৫’ উপলক্ষ্যে বুধবার (২৫ নভেম্বর ২০১৫) এক র্যালি অনুষ্ঠিত হয়।

সকালে অপরাজেয় বাংলার প্রাঙ্গণে জমায়েত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ওই র্যালি বের করা হয়। র্যালিতে বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।#
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ-৪৬৯৯