ঢাবি ‘মাস্টার অফ ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড বিজনেস’-এ ভর্তি শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে দুই বৎসর মেয়াদী ‘মাস্টার অফ ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড বিজনেস’ প্রোগ্রাম চালু করা হয়েছে। উক্ত কোর্সে আগ্রহী ভর্তিচ্ছুদের কাছ থেকে বিভাগ কর্তৃক দরখাস্ত আহ্বান করা হয়েছে। নূন্যতম স্নাতক এবং দুই বৎসরের চাকুরীর অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিগণ আবেদন করতে পারবেন। আবেদনের শেষ (১০ ডিসেম্বর ) বৃহস্পতিবার পর্যন্ত।
ভর্তি বিষয়ে বিস্তারিত জানার জন্যে বিভাগের চেয়ারপার্সনের সাথে dib@du.ac.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে অথবা ০১৭১২৩১৪১৫৩ ও ০১৯১১০১৫০৫৭ মোবাইল নম্বরেও যোগাযোগ করা যেতে পারে ।
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ-০২৩৫