রাবির ই-ইউনিটের সংশোধিত ফলে ১৮৩ জন বাদ

রাবিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ই-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) জোড় রোলধারীদের সংশোধিত ফলে আগের মেধাতালিকা থেকে বাদ পড়া ১৮৩ ভর্তিচ্ছুর জন্য দুঃখ প্রকাশ করেছেন সামাজিক অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডীন কমপ্লেক্সের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দুঃখ প্রকাশ করেন। প্রসঙ্গত, গত (১০ নভেম্বর) ই-ইউনিটের পরীক্ষা গ্রহণের পর (১৭ নভেম্বর) প্রথম ফল প্রকাশ করা হয়। এরপর ভর্তি কার্যক্রম স্বাভাবিকভাবে চললেও গত রবিবার হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ই-ইউনিটের ফল হারিয়ে যায়। পরে ওই দিন রাতে জোড় রোলধারীদের একটি সংশোধিক নতুন তালিকা প্রকাশ করা হয়। এতে মেধা তালিকায় জোড় নম্বরধারী নতুন ১৮৩ জন ভর্তিচ্ছুকে জায়গা করে দেওয়া হয়েছে। একই সংখ্যক ভর্তিচ্ছু মেধাতালিকা থেকে বাদ পরে।

 

সংবাদ সম্মেলনে অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানা বলেন, ‘ওএমআর যন্ত্রে ভর্তি পরীক্ষার মেধাতালিকা তৈরী করতে গিয়ে কিছু ভুল হয়েছিল। এতে করে ১৮৩ জন শিক্ষার্থী কম নম্বর পেয়েও মেধাতালিকায় চলে আসে। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে আগের মেধাতালিকা কিছুটা সংশোধন করা হয়। এতে কম নম্বর পেয়ে আগের মেধাতালিকায় থাকা ১৮৩ জন বাদ পরে।’

 

Post MIddle

এসময় তিনি আরও বলেন, ‘যেসব ভর্তিচ্ছু চান্স পাওয়ার পর বাদ পরেছে তারা চাইলে ডীন অফিসে এসে তাদের ওএমআর শিট যাচাই করতে পারেন। তবে আমাদের অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ ছাড়া কিছুই করার নেই। এই ভুলটি ধরা না পড়লে আসল মেধাবীদের জায়গা হতো না। তাই বাদ পড়া শিক্ষার্থীরা মনে কষ্ট পেলেও যারা তাদের স্থানে জায়গা পেয়েছেন তাদেরকে আমরা সঠিক মূল্যায়ন করতে পেরেছি।’

 

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন, কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যাসহ সামাজিক বিজ্ঞান অনুষদের প্রায় সকল বিভাগের সভাপতি উপস্থিত ছিলেন। এ বছর ই-ইউনিটে মোট ৭৯৮টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ২৫ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী।

 

লেখাপড়া২৪.কম/রাবি/তমাল/এমএএ-০২৩৪

পছন্দের আরো পোস্ট