নজরুল বিশ্ববিদ্যালয়ে ২ ভর্তি পরীক্ষার্থী গ্রেফতার
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের “ঘ” ইউনিটের ভর্তি পরীক্ষায় একজনের বিপরীতে অন্য জনের পরীক্ষায় অংশগ্রহনের দায়ে ২জন শিক্ষার্থী আটক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় রোববার “ঘ” ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল (১১ টা থেকে ১২টা) শিফট চলাকালে বিজ্ঞান ভবনের ৩য় তলা এবং ৫ম তলা থেকে প্রক্সির অভিযোগে মোঃ মিন্টু মিয়া এবং আবুল কালাম নামে ২জন শিক্ষার্থীকে আটক করা হয়। উভয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মিডিয়া কমিটির সভাপতি প্রফেসর ড. রশিদুন নবী জানিয়েছেন, ভর্তি পরীক্ষায় প্রক্সির অভিযোগে ২জনকে আটক করে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে সোপার্দ করা হয়।#
লেখাপড়া২৪.কম/নবি/ওয়াহিদ/আরএইচ-৪৬৬৫