জাবি কামালউদ্দিন হলের বর্নাঢ্য পুনর্মিলনী

DSC02899নানা আয়োজনরে মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের প্রথম পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার সকাল সাড়ে নয়টায় একটি বর্নাঢ্য র‌্যালীর মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। র‌্যালীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন।

 

Post MIddle

DSC02888র‌্যালীটি কামালউদ্দিন হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার কামালউদ্দিন হলের সামনে এসে শেষ হয়। র‌্যালীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 

এরপর বেলা সাড়ে এগারোটায় বৃক্ষরোপন ও রক্তদান কর্মসূচি পালিত হয়।

 

DSC02892দুপুরের খাবার শেষে অতিথির জন্য ভিন্ন ধরণের খেলার আয়োজন করা হয়। তারপর সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠান। স্মৃতিচারণ অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাতটায় সাবেক শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮টায় কনসার্ট অনুষ্ঠিত হয়।#
লেখাপড়া২৪কম/জাবি/নুআ/আরএইচ-৪৬৪৯

পছন্দের আরো পোস্ট