গ্লোবাল ইয়োথ ইন্টপ্রিনিয়রস সামিট অনুষ্ঠিত

IMG_20151121_154159ধ্রুবতারা ইয়োথ ডেবলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজন গ্লোবাল ইয়োথ ইন্টপ্রিনিয়রস সামিট ২০১৫ এবার বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে।প্রতিবারের মত বিশ্বে বিভিন্ন ধারাবাহিক ভাবে সামিট অনুষ্ঠিত হয়।সেই ধারাবাহিকতায় এবারে বাংলাদেশে ২০,২১ও২২ নভেম্বর ২০১৫ কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ অডিটোরিয়াম হলে  কালচারাল অনুষ্ঠানের মধ্য দিয়ে সামিট শুরু হয়েছে।

 

বিশ্বের প্রায় ১০ টি দেশের যুব উদ্যক্ততারা সামিটে অংশ গ্রহন করছে।তারা প্রত্যেকই তাদের উদ্যক্তার সফল্য, পর্যায়ক্রমে সবার সামনে তুলে ধরবে।গ্লোবাল ইয়োথ ইন্টাপ্রিনিয়রস সামিটে চিপ গেসট হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্ভোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।স্পন্সর হিসাবে উপস্থিত ছিল ডেফোডিল ইউনিভার্সিটি পরিচালক।

 

বিদেশী উদ্যোক্তাদের মাঝে উপস্থিত ছিলেন আসিস ঠাকুর একজুক্যটিভ ডিরেক্টর, গ্লোকাল, কাটমুন্ড,নেপাল।
আরো উপস্থিত ছিলেন অমিও প্রাপন চক্রবর্তী অর্ক চিপ একজুকেটিভ অফিসার ডি,ওয়াই,ডি,এফ।

IMG_20151120_142725

লেখাপড়া২৪.কম/ইনস্টিটিউশনাল/পিআর/স্বশা-৪৪৪৯

পছন্দের আরো পোস্ট