কুবির আইন-সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান নিয়োগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
এর মধ্যে আইন বিভাগে প্রভাষক রোকসানা আকতারকে এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক মাহবুবুল হক ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কুবি আইন’ ২০০৬ এর অনুচ্ছেদ ২৪ (৩) এবং ২৮ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪৩তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী স্ব স্ব বিভাগে নিয়োগ করা হয়।
কুবির জনসংযোগ কর্মকর্তা ইমদাদুল হক নিয়োগের বিষয়টি জানান। ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে কুবিতে নতুন এ দুই বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।#
লেখাপড়া২৪.কম/কুবি/আরএইচ-৪৬৩৮