৩৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জানুয়ারিতে
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চলতি অর্থর্বছরে সরকারি নন-ক্যাডার পদে ৩ হাজার ৫১৯ জনকে নিয়োগ দেয়া হবে। ২০১৬ সালের জানুয়ারিতে ৩৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেয়া হবে বলে তিনি আশা করেন। এছাড়া সাতটি বিসিএস পরীক্ষায় (২০০৯ থেকে ২০১৫ সাল) বিভিন্ন ক্যাডারে ২০ হাজার ৭৮৩ প্রার্থীকে সরকারি কর্মকমিশন (পিএসসি) সুপারিশ করছে বলেও তিনি জানান।
সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে নাজমুল হক প্রধান ও বেগম মাহজাবিন খালেদের লিখিত প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এসব তথ্য জানান। বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
মাহজাবিন খালেদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, আগামী বছর ৮ জানুয়ারি ৩৬তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে। এছাড়া জানুয়ারিতে ৩৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রী বলেন, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৩ প্রার্থীকে নিয়োগের জন্য ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রণয়নের কার্যক্রম চলছে।#
লেখাপড়া২৪.কম/আরএইচ-৪৬১৮