প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে আট সেট প্রশ্নে
ফাঁস ঠেকাতে এবার সারা দেশে আট সেট প্রশ্নপত্রে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা নেবে সরকার। নতুন এ পদ্ধতিতে দেশের ৬৪ জেলাকে আটটি অঞ্চলে ভাগ করে পৃথক আট সেট প্রশ্নে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার থেকে শুরু হচ্ছে এবারের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস মঙ্গলবার সাংবাদিকদের জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার আট সেট প্রশ্নে সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতর ৬৪ জেলা থেকে আটটি করে জেলা নেবে। প্রত্যেক ভাগের জেলার জন্য আলাদা প্রশ্নপত্র হবে।
তিনি আরও বলেন, কোন আটটি জেলার জন্য কোন সেট প্রশ্ন তা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে প্রাথমিক শিক্ষা অধিদফতর ছাড়া কেউ জানবে না। এ ব্যবস্থায় কোনো জেলায় প্রশ্ন ফাঁস হলেও অন্য কোনো জেলা ক্ষতিগ্রস্ত হবে না। প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্র জানায়, জেলাগুলোর মধ্য থেকে দৈব চয়ন (লটারি) পদ্ধতিতে আটটি করে জেলা নিয়ে এক একটি অঞ্চল করা হবে।#
লেখাপড়া২৪.কম/আরএইচ-৪৬১৬