ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ
চীনের দালিয়ান মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট লি ঝিংজিয়ান-এর নেতৃত্বে ৬-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ (১৭ নভেম্বর) মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন – এ্যান ঝিংজিন, উ লিহুয়া, ওয়াং ইংগে, লি জিলিং এবং ঝু জিনফেং।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের দালিয়ান মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমুদ্রবিজ্ঞান এবং জীববিজ্ঞান শিক্ষা ও গবেষণার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা ঐকমত্যে পৌঁছেন।
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ-০১৯৫