মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল ইউজিসিতে
চীনের ডালিয়ান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. লিও জেঞ্জিয়াং এর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলের সাথে সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান-এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডালিয়ান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পক্ষে এনজিং, ভাইস-প্রেসিডেন্ট, উ লিহহুয়া, সিইইডিআই, উয়াং ইংঘি, ভাইস-প্রেসিডেন্ট অব আর্কিটেকচারাল একাডেমিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং তাঁদের অভিজ্ঞতার আলোকে মেরিটাইম বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করার আহ্বান জানান।
ডালিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল তাঁদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রতিনিধি দলটি বাংলাদেশে সদ্য প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুুিজবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, ল্যাবরেটরি উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।
ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, ইউজিসি সচিব ড. মোঃ খালেদ ও ইউজিসি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।#
লেখাপড়া২৪.কম/ইউজিসি/পিআর/আরএইচ-৪৬০১