ইউল্যাবের ইলেক্ট্রনিক্স বিভাগে সেমিনার

Photo 2ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের উদ্যোগে ১৫ নভেম্বর “SOLAR PHOTOVOLTAIC MICRO-GRID ELECTRICITY SHINES REMOTE AREAS OF BANGLADESH” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

Photo 1সেমিনার পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান।

 

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের প্রধান অধ্যাপক ড. রেজাউল করিম মজুমদার, সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুলের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিন, বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।#

 

 

লেখাপড়া২৪.কম/ইউল্যাব/পিআর/আরএই্চ-৪৬০০

পছন্দের আরো পোস্ট