ডুয়েটে দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান জানুয়ারি ২০১৬ এর শেষ সপ্তাহ/ফেব্রুয়ারি ২০১৬3এর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। ডুয়েট থেকে যে সকল গ্রাজুয়েট ০৮ মার্চ, ২০১০ খ্রিঃ তারিখের পর স্নাতক/স্নাতকোত্তর (এম ইঞ্জিঃ/এমএসসি ইঞ্জিঃ/এমফিল/পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন তারা এ সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
সমাবর্তনে অংশগ্রহণ করতে ইচ্ছুক গ্রাজুয়েটদের ডুয়েটের ওয়েবসাইটে www.duet.ac.bd নির্ধারিত রেজিস্ট্রেশন ফরম পূরণ পূর্বক ০১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ এর মধ্যে ওয়েবসাইটে উল্লেখিত ব্যাংকে নির্ধারিত হারে রেজিস্ট্রেশন ফি জমা প্রদানের জন্য বলা হচ্ছে।
লেখাপড়া২৪.কম/ডুয়েট/পিআর/স্বশা-৪৪২২