‘বড় হতে শিক্ষা জীবনের শুরুর দিকেই স্বপ্ন থাকা চাই’

Image for Press Release November 16. 2015বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারীতে অবস্থিত সৈয়দ বজলুল হক কলেজে ডিগ্রি অনার্স কোর্স প্রবর্তণ ও সংবর্ধনা সভায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, “বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে একটি গণজাগরণ সৃষ্টি হয়েছে। এখন সবচেয়ে প্রয়োজন মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা। উচ্চ শিক্ষার সুযোগ প্রত্যন্ত অঞ্চলের অ-স্বচ্ছল পরিবারের সন্তানেরাও যাতে পায়, সেদিক বিবেচনা করে সৈয়দ বজলুল হক কলেজে একটি বিষয়ে অনার্স কোর্স বর্তমান শিক্ষা বছর থেকেই শুরু হবে। শিক্ষার্থীরা ভাল ফলাফল করলে ভবিষ্যতে অন্যান্য বিষয়েও অনার্স কোর্স চালুর বিষয়ে বিবেচনা করা হবে। শিক্ষার মাধ্যমে যে কারো পক্ষে নিম্ন পর্যায় থেকে উচ্চ স্থানে উঠে আসা সম্ভব। জীবনে বড় হতে হলে শিক্ষা জীবনের শুরুর দিকেই স্বপ্ন থাকা চাই। সর্বদা স্মরণ রাখতে হবে, শুধু জ্ঞানই শক্তি নয়, জ্ঞানের সঙ্গে সততা যুক্ত হলেই তা কেবল শক্তিতে পরিনত হয়।”

 

Post MIddle

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মাওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য় প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ গাউস, জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, পুলিশ সুপার মোঃ আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোরশেদ আলী, বানারীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, এডভোকেট সুভাষ চন্দ্র শীল, গোলাম সালেহ মঞ্জু প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

 

লেখাপড়া২৪.কম/গণবি/পিআর/এমএএ-০১৮৭

পছন্দের আরো পোস্ট