জাতীয় স্মৃতিসৌধে গণবির শিক্ষার্থীদের শপথ গ্রহণ

DSC01730নিজের অর্জিত জ্ঞান ও মেধাকে দেশ ও দরিদ্র মানুষের সেবার নিয়োজিত করার ব্রত নিয়ে গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে পথচলা শুরু হলো। (১৬নভেম্বর) সোমবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে নবীন শিক্ষার্থীদের দেশ ও জাতি গঠনে পথ নির্দেশক সাতটি শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ।

 

শপথ গ্রহণ শেষে গণ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠতি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ। সভাপতি এসময় উচ্চ শিক্ষায় আগ্রহীদের অভিনন্দন জানান। বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্বলতাকে তুলে ধরে তা থেকে উত্তরণে উচ্চ শিক্ষায় ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন সম্পর্কে অবহিত করেন রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য ডা.দেলোয়ার হোসেন, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আশরাফ-উল-করিমখান, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মনসুর মুসা, আইন বিভাগের প্রধান মো. রফিকুল আলম, ফার্মেসি বিভাগের প্রধান ড. গোলাম মোহাম্মদ,  মাইক্রোবায়োলজী বিভাগের প্রধান ড. রেজওয়ানা খান বক্তব্য রাখেন।

 

Post MIddle

উল্লেখ্যযে, ১৯৯৮ সালে সাধারণ মানুষের সার্বিক কল্যাণ সাধন ও সমাজ সচেতন উচ্চশিক্ষা প্রসারের ব্রত নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের নাগরিক কোলাহল মুক্ত প্রাঙ্গণে গড়ে উঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান গণবিশ্ববিদ্যালয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয় সাভারে নিজস্ব প্রায় ২০ একর জমির উপর নির্মিত ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। গণ বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় দেশের বরেণ্য শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত একটি ট্রাস্টিবোর্ডের মাধ্যমে।

 

লেখাপড়া২৪.কম/গণবি/তারেক/এমএএ-০১৮৬

পছন্দের আরো পোস্ট