শাবির ভর্তি পরীক্ষায় বুয়েট শিক্ষার্থীর জালিয়াতি

শাবি প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী জানান, দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু হলে তিনটার দিকে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ভুয়া পরীক্ষার্থী হিসেবে নাছির হোসাইন নামে বুয়েটের এক শিক্ষার্থীকে আটক করা হয়। সে ময়মনসিংহ’র আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী তারিকুজ্জামান রনির হয়ে পরীক্ষায় অংশ নিতে আসে।

দন্ডপ্রাপ্ত ওই শিক্ষার্থী একটি সংঘবদ্ধ চক্রের সাথে টাকার বিািনময়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সে অরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এভাবে পরীক্ষা দিয়েছে বলে স্বীকার করেছে। বিষয়টি অইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী যাতে পুরো চক্রটাকে ধরা যায়। পরে নাসিরকে জালালাবাদ থানার পুলিশের মাধ্যমে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। তাকে ধরার সময় ওইখানে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান উপস্থিত ছিলেন।
লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/এমএএ-০১৭৭