নোবিপ্রবিতে বর্ণাঠ্য আয়োজনে কৃষি দিবস

44444444444444আজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার বিভাগের উদ্যোগে কৃষি দিবস- ২০১৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচীগুলোর মধ্যে ছিলো র‌্যালি, বৃক্ষরোপন এবং ক্যাম্পাসের গাছগুলোর স্থানীয় নাম ও বৈজ্ঞানিক নাম সংযোজন। সকাল ১০:৩০টায় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় র‌্যালি। র‌্যালিতে রেজিস্ট্রার প্রফেসর মো: মমিনুল হক,  কৃষি বিভাগের  সহকারী অধ্যাপক জনাব আবু বক্কর সিদ্দীক, প্রভাষক জনাব সোহরাব হোসেন সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ , ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের  চেয়ারম্যান ড. মো: জাহাঙ্গীর সরকার, নোয়াখালী জেলা অতিরিক্ত কৃষি উপ-পরিচালক জনাব মো: জালাল উদ্দিন, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো: গোলাম মোস্তফা, প্রজেক্ট অফিসার (ডিএই) জনাব গোলাম কিবরিয়া ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের  সামনে এসে শেষ হয়। এরপর ক্যাম্পাসে বৃক্ষরোপন করা হয় এবং ক্যাম্পাসের গাছগুলোর স্থানীয় নাম ও বৈজ্ঞানিক নাম সংযুক্ত করে নেমপ্লেট লাগানো হয়।

 

Post MIddle

উল্লেখ্য, কৃষি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান সহকারী অধ্যাপক জনাব মেহেদী হাসান রুবেল বিশেষ কাজে অনপুস্থিত থাকায়  কৃষি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আবু বক্কর সিদ্দীক অনুষ্ঠানটি পরিচালনা করেন।

 

লেখাপড়া২৪.কম/নোবিপ্রবি/পিআর/এমএএ-০১৮২

পছন্দের আরো পোস্ট