টেকসই উন্নায়ন লক্ষে প্রতিজ্ঞাবদ্ধ পটুয়াখালীর যুবকরা
গত ১০ নভেম্বর সকাল ১০ টায় BRIT এর আয়োজনে পটুয়াখালীতে “টেকসই উন্নায়ন লক্ষ 2030 “কে বাস্তোবায়ন করতে সরকারের লক্ষ গুলো যুবকদের মাঝে ছড়িয়ে দিতে কর্মাশালা অনুষ্ঠিত হয়।জাতিসংঘের ইয়োথ এডভোকেট রাহাতুল আশেকিন এর নেতৃত্বে কর্মাশালায় সরকারের “টেকসই উন্নায়নের বিভিন্ন লক্ষ তুলে ধরা হয়।
ইয়োথ লিডাররা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে লক্ষগুলো বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পোনা ও সময় নির্ধারনের করে উপস্থিত সম্মানিত অতিথিদের মাঝে তুলে ধরেন।সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইয়োথ এডভোকেট ইউ এন প্রতিষ্ঠাতা রাহাতুল আশেকিন।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ব্যুরোর পরিচালক গোলাম মেজবাহ উদ্দিন।আরোও উপস্থিত ছিলেন শুকতারা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাহফুজা ইসলাম প্রধান।
লেখাপড়া২৪.কম/পটুয়াখালী/রিয়াজুল/স্বশা-৪৪০৫