চাই স্বাধীনতা

শিশু অধিকারএক সত্য এক কথা
আমরা আছি শিশু যারা
আমরা তো সবাই
এদেশের মনি মুক্তা।

 

আমরা শ্রম থেকে শুধু
চাই মুক্তি, চাই স্বাধীনতা
হাতে তুলে নিতে চাই
বই ও কলম খাতা ।

 

আমরা শিশু ফুলের কলি
হতে চাই না পথের কুলি
হতে চাই স্কুল শিক্ষার্থী
সোনার বাংলা গড়ার হাতেয়ারী।

 

Post MIddle

আমরা চাই আনতে দেশের প্রতি
এক ভাস্বর জ্যোতি
দেখাতে চাই বিশ্বময়
দেশের জন্য আমাদের কতো প্রীতি।

 

করিবনা আমরা কোন বিভিষিকা
আমরা গড়বো ইনশাআল্লা
সোনার বাংলা
আমরা শ্রম থেকে শুধু
মুক্তি চাই,চাই স্বাধীনতা ।

 

 
লেখাপড়া২৪.কম/আরএইচ-৪৫৫৬

পছন্দের আরো পোস্ট