শাবিতে ভর্তিচ্ছুকদের যা জানা প্রয়োজন

?????????????????????????????????????????????????????????

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন্ন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মোট ১৪৪৮টি নিয়মিত আসনের বিপরীতে মোট ৪১,২৯৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে এ ইউনিটে ৬১৩টি আসনের জন্য ১৫৯৭০ জন এবং বি ইউনিটের ৮৩৫টি আসনের জন্য ২৫৩২৭ জন প্রতিদ্বন্দিতা করবে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে আছে ২৬ জন এবং বি ইউনিটে প্রতি আসনের বিপরীতে আছে ৩০ জন।

 

বুধবার এক সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীদের অবশ্য পালনীয় কিছু নিয়মাবলি তুলে ধরেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা ও সদস্য সচিব অধ্যাপক ড. মুশ্তাক আহমদ।

 

পরীক্ষার্থীদের অবশ্য পালনীয়ঃ
০১) সকাল ৯:৩০টায় এ ইউনিট এবং দুপুর ২:৩০টায় বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হওয়ার একঘন্টা পূর্বে হলে পরীক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে।

০২) পরীক্ষার্থীদের পরীক্ষা হলে আসার সময় সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সত্যায়িত প্রয়োজন নেই) ও ০২ কপি প্রবেশপত্র নিয়ে আসতে হবে। তবে কোন কারনে প্রবেশপত্র সংগ্রহে ব্যর্থ হলে বিকল্প ম্যানুয়াল ব্যবস্থা নেওয়া হবে।

Post MIddle

০৩) পরীক্ষা হলে মোবাইল ফোন সহ নিয়ম বহির্ভ’ত ইলেক্ট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ। (স্মার্ট ওয়াচ, যেকোন চীপ সম্বলিত ডিভাইস, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভারী কলম/বোতাম, ক্যামেরাওয়ালা যেকোন ডিভাইস বা যোগাযোগযন্ত্র ইত্যাদি আনা যাবে না।)

০৪) সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে । তবে অতিরিক্ত মেমোরিসমৃদ্ধ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

০৫) পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে তল্লাশী ঢুকানো হবে।

০৬) পরীক্ষায় জালিয়াতি করার চেষ্টা করলে তাকে ভ্রাম্যমান আদালতে হাতে তুলে দেওয়া হবে।

সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় জালিয়াতি ধরা পড়ে, ফলে আগেভাগেই কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানায় ভর্তি কমিটি। এছাড়া যেকোন প্রকার জালিয়াতি রোধে ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবে।

 
লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/আরএইচ-৪৫৫৭

পছন্দের আরো পোস্ট