রাবিতে তুচ্ছ ঘটনা নিয়ে শিক্ষার্থীকে মারধর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনা নিয়ে কামরুল হাসান নামের এক শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

RUকামরুল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শনিবার দুপুর ১২ টার দিকে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা পৌনে ১২টার দিকে টুকিটাকি চত্বরে খাবারের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কৃষি উন্নয়ন বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ ও ছাত্রলীগ কর্মী বনি।

 

Post MIddle

এসময় কামরুল হাসান তাদের পাশ দিয়ে যাওয়ার সময় রাসেলের গায়ে তার ব্যাগের ধাক্কা লাগে। এতে রাসেল রাগান্তিত হয়ে ওই শিক্ষার্থীকে দুঃখ প্রকাশ করতে বলেন। কিন্তু শিক্ষার্থী তা না করায় রাসেল ও বনি তাকে চড়-থ্প্পার ও এলোপাথাড়ি কিল ঘুষি মারতে থাকে। এতে কামরুল মাটিতে লুটিয়ে পড়েন।

 

পরে তার সহপাঠি ও অন্য শিক্ষার্থীরা মিলে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে সুস্থ্য হয়ে ওঠেন।

 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, আমি ঘটনাটি জানার পর ওই শিক্ষার্থীকে ডেকেছি বিষয়টি সমাধান করে দেয়ার জন্য।

সুউ ফয়সাল

 

পছন্দের আরো পোস্ট