বাকৃবির প্রশাসনিক কার্যক্রম শুরু

BKB২৬ জুন থেকে ৪ আগস্ট দীর্ঘ এক মাসেরও বেশি সময় ছুটি শেষে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। এর আগে সোমবার বাকৃবির আবাসিক হলগুলো ছাত্রছাত্রীদের জন্য খুলে দেয়া হয়।

২৬ জুন গ্রীষ্মকালীন, রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বাকৃবি ছুটি দেয়া হয়।

শুধুমাত্র ভেটেরিনারি অনুষদ বাদে অন্য সকল অনুষদের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ের আকস্মিক এ বন্ধে ক্ষোভ নিয়ে বাড়ি ফেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Post MIddle

দীর্ঘ এক মাসের অধিক সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা সেশনজটের আশঙ্ককায় আছেন।

মূলত সেমিস্টার ফি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দমাতেই এ বন্ধ দেয়া হয়েছিল বলে দাবি শিক্ষার্থীদের। তবে বিশ্ববিদ্যালয় খোলার পর এই আন্দোলন পুনরায় শুরু হবে কিনা তা জানা যায়নি।

সোমবার সকাল থেকে বিভিন্ন আবাসিক হলগুলোতে ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে।

EH

পছন্দের আরো পোস্ট