আন্তর্জাতিক পেট্রোল জাম্বুরিতে যোগ দিতে ডিআইইউ কর্মকর্তার কোরিয়া গমন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কো-অর্ডিনেশন অফিসার ও  ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্র“পের রোভার স্কাউট লিডার ফারহানা রহমান সেতু চতুর্থ আন্তর্জাতিক পেট্রোল জাম্বুরিতে যোগ দিতে সম্প্রতি কোরিয়া গমন করেছেন। কোরিয়ার প্রাচুর্য সমৃদ্ধ নবনির্মিত সাংজু নগরীতে ১-৬ আগস্ট পর্যন্ত এ চতুর্থ আন্তজার্তিক পেট্রোল জাম্বুরী অনুষ্ঠিত হবে।   Farhana Rahman Setu
চতুর্থ আন্তজার্তিক পেট্রোল জাম্বুরীতে যোগদানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত রোভাররা পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি কৃষ্টি ও সংস্কৃতির আদান প্রদান এবং বিশ্বশান্তির দূত হিসাবে কাজ করার উৎসাহ ও অনুপ্রেরণা পাবে।
প্রেসিডেন্ট রোভার স্কাউট পুরস্কার বিজয়ী (পিআরএস) ও রোভার স্কাউট লিডার ফারহানা রহমান সেতু চতুর্থ আন্তর্জাতিক পেট্রোল জাম্বুরীতে ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্র“পের রোভার স্কাউট গ্রুপের প্রতিনিধিত্ব করবেন।   #

Post MIddle

আরএইচ

পছন্দের আরো পোস্ট