ঢাকা বোর্ডে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিব নিয়োগ
ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কয়েকটি পদেও রদবদল আনা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে রোববার এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (রসায়নের অধ্যাপক) শেখ মো. ওয়াহিদুজ্জামানকে মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন বোর্ডের কলেজ পরিদর্শক শ্রীকান্ত কুমার চন্দ।
এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যালয় পরিদর্শক মো. শাহেদুল খবির চৌধুরী। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (কলেজ-১) এটিএম মইনুল হোসেনকে ঢাকা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) মো. আশফাকুস সালেহীনকে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক এবং রাজশাহী সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক খ ম রশিদুল হাসানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (কলেজ-১) হিসেবে বদলি করা হয়েছে।#
আরএইচ