ফেনী থেকে অপহৃত স্কুলছাত্রকে চট্টগ্রাম থেকে উদ্ধার
ফেনী থেকে অপহৃত স্কুলছাত্র মুশফিক সৌরভকে (১০) চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এসময় তিন অপহরণকারীকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) সদস্যরা।
শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক অপহরণকারীরা হলেন- মোহাম্মদ গিয়াস উদ্দিন (৩০), আবুল কালাম (৩২) ও শাহিন (২৫)।

র্যাব-৭ জানায়, ফেনী সদর উপজেলার মোটবী থেকে গত ১৮ জুলাই মুশফিকুর রহিম সৌরভকে (১০) অপহরণকারীরা স্কুল থেকে বাড়ি ফেরার সময় অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর দুর্বৃত্তরা তার বাবার কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি করা টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়।
এ বিষয়ে শিশুটির বাবা সাইদুল হক র্যাব-৭ ফেনীর ক্যাম্পের কাছে অভিযোগ করে। র্যাব সদস্যরা এক সপ্তাহ পর ফেনী-চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করে।
সঃ সুউ ফয়সাল