পথ শিশু এবং হতদরিদ্রদের মাঝে ইউল্যাব সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের পোশাক বিতরণ
পথ শিশু এবং হতদরিদ্রদের মাঝে পোশাক বিতরণ করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সোস্যাল ওয়েলফেয়ার ক্লাব(এসডব্লিউসি)।
বৃহস্পতিবার ক্লাবের সদস্যরা মোহাম্মাদপুর বেড়িবাঁধের সন্নিকটে অবস্থিত ‘ঢাকা উদ্যান’-এর পার্শ্ববর্তী এলাকার পাঁচ থেকে দশ বছর বয়সী সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ৯৬ সেট ঈদের নতুন পোশাক বিতরণ করে।
এসব নতুন পোশাকের মধ্য ছিল ছেলে শিশুদের জন্য ৫৬ সেট এবং মেয়ে শিশুদের জন্য ৪০ সেট পোশাক। ছেলে ও মেয়ে শিশুদের ‘পোশাককে ছোট ও বড়’ এই দুই ভাগে ভাগ করা হয়।
ইউল্যাব এসডব্লিউসি পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাবের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল অবহেলিত সেইসব শিশু ও দরিদ্র মানুষদের মুখে শুধু ঈদের দিনের জন্য হলেও কিঞ্চিৎ হাসি ফুটানো।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ জুন ইউল্যাব অডিটোরিয়ামে, ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের আয়োজনে ‘চ্যারিটি কালচারাল শো’ অনুষ্ঠিত হয়।
‘চ্যারিটি কালচারাল শো’র টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সাড়ে ১৩ হাজার টাকা এবং সদস্যদের থেকে সংগৃহীত অর্থ দিয়ে মুলত এসব নতুন পোশাক কেনা হয়।
সঃ সুউ ফয়সাল