রাবি ছাত্রদলের নতুন কমিটি
দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের ৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান।
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগঠনের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এ কমিটি ঘোষণা করেন।
ছয় সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আহসানুজ্জামান অলিন, সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মামুন এবং যুগ্ম- সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহি।
সর্বশেষ ২০১০ সালের ২২ মে আরাফাত রেজা আশিককে আহ্বায়ক ও ১২ জন যুগ্ম আহ্বায়কের নাম উল্লেখ করে রাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়। ওই কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন ইমতিয়াজ আহমেদ। তিনি ২০১২ সালে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন। ওই কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান। বর্তমানে তিনি এমবিএ (মার্কেটিং) তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
স: ইএইচ