কিশোরগঞ্জে শিক্ষার্থীদের ঈদ বস্ত্র বিতরণ

Eid-Clothপথশিশুদের ডাকছি মোরা, আয়রে তোরা আয়। হেসে খেলে গাইবি তোরা নতুন জামা গায়। ছড়ার ছন্দে পথশিশুদের প্রতি ঈদের আনন্দ ভাগাভাগি করতে এমনই আহ্বান ছিল কিশোরগঞ্জের কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন সূর্যোদয়ের।

শুক্রবার সকালে কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দরিদ্র ও পথশিশুদের জন্য ঈদ বস্ত্র বিতরণ করে এ সংগঠনটি। সংগঠনের বন্ধু হুমায়রা আহমেদ, নিঝুম চৌধুরী, আকিদ রহমান পার্থ, তানিয়া ইসলাম রূপসী প্রমুখের উৎসাহ উদ্দীপনায় প্রত্যেকের নিজস্ব তহবিল থেকে পথশিশুদের ঈদবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

Post MIddle

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম আশফাক ও আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা।

কিশোরগঞ্জ সদরের বিভিন্ন এলাকার মোট ২০০ এতিম, প্রতিবন্ধী ও দরিদ্র শিশুকে বাছাই করে তাদের মাঝে ঈদের নতুন পোশাক তুলে দেয়া হয় সূর্যোদয়ের পক্ষ থেকে।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট