সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে তিন শিল্পী
ঈদের আনন্দে একুশে টেলিভিশ প্রচার করতে যাচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ছিন্ন মুকুল’। অনুষ্ঠানে শিশুদের সঙ্গে নায়ক ফেরদৌস, জায়েদ খান এবং কণ্ঠশিল্পী আঁখি আলমগীরকে দেখা যাবে।
এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের তুলে দেওয়া হবে ঈদের জামা, তাদের স্বপ্ন পুরনের জন্য নিয়ে যাওয়া হবে বড় কোনও হোটেলে।
মানিক শিকদারের প্রযোজনায় তিন পর্বে নির্মিত এই বিশেষ অনুষ্ঠানটি চ্যানেলটিতে দেখানো হবে ঈদের দিন হতে তৃতীয় দিন পর্যন্ত। প্রচার সময় প্রতিদিন ৬টা ০৫মিনিট।
স: ইএইচ