দেশীয় ব্র্যান্ডের নোটবুক ‘স্মার্ট’

দেশের বাজারে এলো স্মার্ট টেকনোলজিসের নিজস্ব ব্র্যান্ডের নোটবুক ‘স্মার্ট‘। এর মধ্য দিয়ে দেশীয় ব্র্যান্ডের নোটবুক, ল্যাপটপ অান্তর্জাতিক ব্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামছে।

একই কনফিগারেশনের দুটি মডেলের (W310CZ & W311CZ) ল্যাপটপ বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি।

ইন্টেল সেলেরন ১০৩৭ইউ মডেলের প্রসেসর সম্পন্ন এই নোটবুকগুলোতে রয়েছে ১১ দশমিক ৬ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ৫০০ জিবি স্যাটা হার্ডড্রাইভ, ২ জিবি ডিডিআর থ্রি র‌্যাম, ইন্টেল এইচডি গ্রাফিকস কার্ড, মাল্টি গেসচার ও স্ক্রলিং ফাংশন সমৃদ্ধ টাচপ্যাডসহ অারও অনেক কিছু।

দেশীয় ব্র্যান্ডের নোটবুক ‘স্মার্ট’
দেশীয় ব্র্যান্ডের নোটবুক ‘স্মার্ট’
Post MIddle

স্মার্ট নোটবুকের বিষয়ে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ জানান, দেশের মানুষকে অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে গুনগতমানের নোটবুক ব্যবহারের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশে এখন পর্যন্ত দেশীয় কোনও ব্র্যান্ডের ল্যাপটপ বা নোটবুক সাফল্য পায়নি। স্মার্ট নোটবুক তাই আমাদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জও বটে। আমাদের বিশাল সার্ভিস সেটআপের মাধ্যমে যে কোনও অান্তর্জাতিক ব্র্যান্ডের মতই এই নোটবুকের বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে।

স্মার্ট ল্যাপটপের দু‘টি মডেলেরই দাম ২৩ হাজার টাকা করে। বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৭৩০৩১৭৭৬৯।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট