শিক্ষিকার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিন

1405886488
বিশ বছর ধরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন রাজধানীর শুক্রাবাদস্থ নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষিকা দিলরুবা সুলতানা। দুরারোগ্য ক্যান্সারে আক্রন্ত হয়ে আজ তার নিজের জীবন-প্রদীপই নিভে যাওয়ার উপক্রম।

চারটি বড় ধরনের ইন্টারনাল অপরেশনের পর ডাক্তার অধ্যাপক পারভীন শাহিদা আখতারের অধীনে ৪৫ বছর বয়ষ্কা দিলরুবার কেমোথেরাপি চলছে।

Post MIddle

ইতোমধ্যে তার চিকিৎসায় দশ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। এ শিক্ষিকার চিকিৎসার জন্য আরও অর্থ প্রয়োজন। যা তার পক্ষে ব্যয় করা সম্ভব না। তাই তার চিকিৎসার ব্যয় নির্বাহ করতে আর্থিক সাহায্যের প্রয়োজন।

আগ্রহীরা তার নিজ একাউন্টে (সঞ্চয়ী হিসাব নম্বর ০০২০৫২৩৬১, সোনালী ব্যাংক, গণভবন শাখা, ঢাকা) আর্থিক সাহায্য পাঠাতে পারেন।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট