ছাগলনাইয়ায় লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান
উপজেলা পরিষদ মিলতায়নে শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় শনিবার বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাগলনাইয়া উপজেলার বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ছাগলনাইয়া উপজেলা আহবায়ক মাওলানা মুহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ রিয়াজ উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
প্রধান বক্তা ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ফেনী জেলা আহবায়ক এ বি এম আরাফাত মোল্লা, বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু আহম্মদ ভূঁঞা, বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট সমাজ সেবক গরিবশাহ হোসেন বাদশা চৌধুরী, বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ নিজাম উদ্দিন, আব্দুল আউয়াল চৌধুরী ও আলেয়া বেগম মঞ্জু প্রমুখ।
অনুষ্ঠান শেষে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
স: ইএইচ