৭ আগস্ট এইচএসসির ফল প্রকাশিত হতে পারে
৭ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে ওই দিনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম জানান, পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যেই প্রকাশিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। কয়েক বছর ধরে এভাবেই ফল প্রকাশ করা হচ্ছে। এবারও তার ব্যতিক্রম হবে না। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে।
এজন্য আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে বলে জানা গেছে। সিডিউল বিবেচনায় হয়তো একদিন অাগে-পরে ফল প্রকাশ হতে পারে।

গত ৩ এপ্রিল সারা দেশে একযোগে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষা শুরু হয়। এবার পরীক্ষায় অংশ নেয় ১০ বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী।
পরীক্ষা ৫ জুন শেষ হওয়ার কথা থাকলেও ৮ জুন শেষ হয়। প্রশ্ন ফাঁসের কারণে ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ৮ জুন অনুষ্ঠিত হয়।
স: ইএইচ