চুয়েট থেকে প্রথম পিএইচডি ডিগ্রি অর্জন

chuetphdচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রথম পিএইচডি ডিগ্রি লাভের গৌরব অর্জন করলেন পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. মইনুল ইসলাম। তার গবেষণার শিরেনাম ছিল ‘An Experimental Study on the Durability of Reinforced Blended Cement Concrete in Marine Environment.’

চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে তিনি এই ডিগ্রি সম্পাদন করেন। একাডেমিক কাউন্সিলের ৮৬তম সভায় উক্ত পিএইচডি ডিগ্রি অনুমোদিত হয়।

এ উপলক্ষে গঠিত Oral Examination Board -এ সভাপতিত্ব করেন গবেষণা সুপারভাইজার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

Post MIddle

বোর্ড সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মাহমুদ ওমর ইমাম, অধ্যাপক ড. স্বপন কুমার পালিত, অধ্যাপক ড. মো. রবিউল আলম।

এতে বহিঃসদস্য হিসেবে উপস্থিত ছিলেন ইনডিয়ার অধ্যাপক ড. সুরেন্দ্র কুমার কৌশিক এবং বুয়েটের সাবেক অধ্যাপক ড. এম. শামীম জেড. বসুনিয়া।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট