বুয়েটের অধ্যাপক ড. মজিদের ইন্তেকাল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক ড. আবদুল মজিদ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বুয়েট ক্যাম্পাসে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, একপুত্র ও এককন্যা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ড. মজিদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের সাবেক চেয়ারম্যান ও অনুষদের সাবেক ডিন ছিলেন।
আজ বাদ জুমা কুমিল্লা সদর উপজেলার সোনাগাছি বাণীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সূত্র: বাসস
S: SH