রাজধানীর বাংলামটরে বাস চাপায় ইডেন ছাত্রীর মৃত্যু
রাজধানীর বাংলামটরে মঙ্গলবার বিকালে বাস ও অটোরিকশা চাপায় শিখা দাস (২২) নামের ইডেন কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
মহানগর পুলিশের রমনার থানার ইন্সপেক্টর (পেট্রোল) মো. শহীদুল ইসলাম জানান জানান, বিকাল পৌনে ৪টার দিকে রাস্তার বাংলামটর সিগন্যালে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন শিখা দাস।
সিগন্যাল ছেড়ে দেয়ার পর প্রথমে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় পিছন থেকে আরেকটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি শিখা দাসের ওপর উঠে যায়। একই সঙ্গে বাসের একটি চাকাও তার পেটের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়।
পরে ময়না তদন্তের জন্য নিহত শিখা দাসের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে গিয়ে লাশ সনাক্ত করেন। পুলিশ তাৎক্ষনিকভাবে বাস ও অটোরিকশা চালককে আটক করেছে। এ ব্যাপারে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।
শিখার বাবার নাম গণেশ দাস। থাকেন রাজধানীর উত্তরায়। নাটোরের লালপুরে তাদের গ্রামের বাড়ি।
স: ইএইচ