খুবি-রবি সমঝোতা স্মারক সই

Robi_Khulnaখুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা বেসরকারী মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড ইন্টার্নশীপের সুযোগ পাবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও রবি আজিয়াটা লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি সাক্ষরিত হয়।

রবি জানায়, দক্ষ জনশক্তি নিশ্চিত করতে ইন্টার্নশিপের খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষা সুযোগ দিচ্ছে অপারেটরটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্কুলের ডিন অধ্যাপক এস কে মাহমুদুল হাসান বলেন, এই ইন্টারর্নশিপ কর্মসূচির আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের অন্যতম শীর্ষ একটি মোবাইল ফোন অপারেটরে হাতে-কলমে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

Post MIddle

মেধাবী শিক্ষার্থীরা যখন তাদের কর্মজীবন শুরু করবে তখন এই ইন্টার্নশিপ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন মাহমুদুল হাসান।

রবি আজিয়াটা লিমিটেডের পিপল অ্যান্ড কর্পোরেট ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতান বলেন, আমাদের কোম্পানিতে মেধাবী জনশক্তি নিশ্চিত করতে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে চলমান অংশীদারিত্ব গড়ার অংশ হিসাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে এই চুক্তি করল রবি।

তিনি আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে মেধাবী শিক্ষার্থীরা যেন রবিতে যোগ দেন এ ব্যাপারে রবি সবসময়ই তাদের উৎসাহিত করতে চায়।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট