চবিতে ২৭ অক্টোবর থেকে ভর্তি যুদ্ধ শুরু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ অনার্স কোর্সে ভর্তিপরীক্ষা ২৭ অক্টোবর থেকে শুরু হবে। বুধবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভর্তি কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার এস এম আকবর হোসাইন বলেন, অক্টোবরের ২৭ তারিখ থেকে নভেম্বরের ৬ তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষদ ও ইনিস্টিটিউটের পরীক্ষা অনুন্ঠিত হবে।
পরীক্ষার্থীরা গত বছরের ন্যায় এবারও টেলিটকের এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবে। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।
সঃ সুউ ফয়সাল