সাংবাদিকদের ওপর হামলার দায়ে ঢাবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
সাংবাদিকদের ওপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে সূর্যসেন হলের ১০ ছাত্রলীগকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ২ জনকে কারণ দর্শাতে বলা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টও অধ্যাপক এ এম আমজাদ এ তথ্য নিশ্চিত করেন।
এদের মধ্যে ৬ জনকে ১ বছর ও চারজনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
১ বছরের জন্য বহিষ্কৃতরা হলেন- মিজান, শরীফ, বিদ্যুত, জাকির, হামিদ ও সোহাগ।
৬ মাসের জন্য বহিষ্কৃতরা হলেন- মেহেদী, নোবেল, পারভেজ ও রাহাত। এছাড়া মোখলেছ ও খোকনকে কারণ দর্শাতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাংবাদিকদেরকে জানান, বহিষ্কারাদেশ চলাকালীন এরা বিশ্ববিদ্যালয়ের কোন একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এর আগে সোমবার রাতে ছাত্রলগীগ থেকেও এ ১২ জনকে বহিষ্কার করা হয়।
আরএইচ