নোবেল বিজয়ী নাদিন গর্ডিমার মারা গেছেন

Nadine-Gordimer
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী শ্বেতাঙ্গ লেখক নাদিন গর্ডিমার মারা গেছেন।

৯০ বছর বয়সে তিনি সোমবার জোহান্সবার্গে বার্ধক্যজনিত কারণে মারা যান।

তার সাহিত্যকৃতির জন্য ১৯৭৪ সালে বুকার এবং ১৯৯১ সালে নোবেল পুরস্কার লাভ করেন। তার বহু গল্প-উপন্যাস বিশ্বের প্রায় বিশটি ভাষায় অনূদিত হয়েছে।

Post MIddle

কথাসাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে গর্ডিমার বর্ণবাদ লাঞ্ছিত দক্ষিণ আফ্রিকান জীবনের এক অনন্য রূপকার। তার লেখা বিষয়ের গুরত্বের পাশাপাশি লেখকের সততা ও দায়বদ্ধতার কথা বলে।

তিনি উপন্যাসে তদানীন্তন দক্ষিণ আফ্রিকার স্বৈরাচারী শাসন-নির্যাতন ও তার বিরুদ্ধে সংগ্রামী মানুষের কর্মকান্ডের একটি নিপুণ খন্ডচিত্র তুলে ধরে দুনিয়াব্যপী আলোচিত হয়েছেন।

এচাড়াও তিনি লেখকের স্বাধীনতা, দায়বদ্ধতা এবং অঙ্গীকার; সেন্সরের ফাঁস; স্বীকারোক্তিহীন ইতিহাস; প্রতিবাদী উচ্চারণের আবশ্যতা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেছেন। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান।

 

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট