নোবিপ্রবির সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু মঙ্গলবার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন মঙ্গলবার শুরু হবে।
সমাবর্তন আয়োজন কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোবিপ্রবি প্রথম সমাবর্তন আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে স্নাতক ও স্নাতকোত্তর ফল প্রকাশিত হয়েছে এমন শিক্ষার্থীরা আগামী ১৫ জুলাই থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এ রেজিস্ট্রেশন আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে। আরও বলা হয়, স্নাতক পাস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ২ হাজার ৫০০ টাকা, স্নাতকোত্তর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nstu.edu.bd পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।
স: ইএইচ