ট্রোনর ধাক্কায় রাবি ছাত্রীর মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গতিন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ইসরাত আরেফিন মারা গেছেন।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসারত অবস্থায় দুপুর ১টার দিতেক তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি চৌধুরী সারওয়ার জাহান সজল বলেন, ইসরাতকে গুরুতর অবস্থায় মেডিকেলে নেয়ার পর চিকিৎসারত অবস্থায় সে মারা গেছে।
যারা তাকে মেডিকেলে নিয়ে গিয়েছিল তাদের এখন আর খোঁজ পাওয়া যাচ্ছে না।
তবে কিভাবে সে ট্রেনের ধাক্কা খেলো তা এখনও জানা যায়নি। তাই কিভাবে তার মৃত্যু হলো তা এখনই বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখার বিষয়।
তবে মেডিকেলের বরাত দিয়ে গোয়েন্দা সূত্রগুলো বলছে, ইসরাতকে মেডিকেলে নিয়ে যায় তারই কয়েকজন বন্ধু। আহত অবস্থায় তাকে রেখে দ্রুত পালিয়ে যায় তারা।
স: ইএইচ