গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ফর জাস্টিসের ব্যানারে ফিলিস্তিনের গাজায় ক্রমাগত ইসরাইলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ইসরাইল অন্যায়ভাবে ফিলিস্তিনের সাধারণ মানুষদের হত্যা করছে।
তারা শান্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অবিলম্বে এ হামলা বন্ধ করার জন্য জাতিসংঘকে পদক্ষেপ গ্রহণের আহবান জানান। অন্যথায় তারা ঢাকাস্থ জাতিসংঘ অফিস ঘেরাওয়ের কর্মসূচি গ্রহণের হুমকি দেন।
তারা আরও বলেন, এখনো পর্যন্ত বিবিসির তথ্যানুযায়ী ফিলিস্তিনে নারী শিশু হত্যাকাণ্ডের সংখ্যা ১২০ ছাড়িয়েছে। বিশ্ব ছাত্রসমাজ এটা মেনে নিতে পারেনা।
এসময় শিক্ষার্থীরা এ হত্যাযজ্ঞ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে দায়িত্ব গ্রহনের আহবান জানান। মানববন্ধন থেকে ইসরাইলি পণ্য বর্জনের ঘোষণা দেয়া হয়।
স: ইএইচ