বহুধাবিভক্ত শিক্ষা ক্যাডার সমিতির পাল্টাপাল্টি ইফতার
চরম দলাদলিতে লিপ্ত সরকারি কলেজ শিক্ষকদের কয়েকটি অংশ ভিন্ন ভিন্ন স্থানে পাল্টাপাল্টি ইফতার পার্টি দেওয়ায় বিভ্রান্তিতে পড়েছেন নবীন সদস্য ও জাত শিক্ষকরা। ব্যাপক চাদাঁবাজির অভিযোগও পাওয়া গেছে।
অনিবন্ধিত ও ভোটাভুটিতে নির্বাচিত বি সি এস সাধারণ শিক্ষা সমিতির ইফতার পার্টি শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।
অপরদিকে ভোটাভুটিতে পরাজিত মোহাম্মদ মাসুমে রাব্বানী খান নজিরবিহীনভাবে সভাপতিত্ব করবেন ঢাকা অফিসার্স ক্লাবে ডাকা ইফতার পার্টিতে। সোমবার এ পার্টিতে আশীর্বাদ ও সার্বিক পৃষ্ঠপোষকতা রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের। এ পার্টিতে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এছাড়া বিসিএস আন্ত:ফোরামের পরিচয়ে আরেকটি অংশ শিগগিরই ইফতার পার্টি দেওয়ার চিন্তাভাবনা করছেন। এ অংশে রয়েছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছের মানুষদের অনেকে।
এছাড়া অধ্যাপক মতিউর রহমান গাজ্জালীর নেতৃত্বাধীন বিসিএস সাধারণ শিক্ষা এসোসিয়েশনও আগামী সপ্তাহে ইফতার পার্টি দিচ্ছেন। এ অংশটিও একজন যুতসই প্রধান অতিথি খুঁজছেন। ভোটাভুটিতে নির্বাচিত সরকারি কলেজ শিক্ষকদের এ অংশটির মহাসচিব মুন্সী শরীফউজ্জামান।
কয়েকজন নবীন সদস্য বলেছেন, এভাবে দলাদলিতে লিপ্ত থেকে যার যার আখের গুছিয়ে নিচ্ছেন। ভালো ভালো পদায়ন ও বিদেশ ভ্রমণের সুযোগ নিচ্ছেন।
স: ইএইচ