চাঁপাইনবাবগঞ্জের ‘কানসাট’ আমের বাজার
বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের আম খুবই বিখ্যাত আর স্বাদে-গন্ধেও অতুলনীয়৷ এখানে প্রায় ২,৪০০ হাজার হেক্টর জমিতে ১৮ লাখেরও বেশি আম গাছ আছে৷বাংলাদেশের সবচেয়ে বড় এ আমের বাজারে দেশের সব জায়গা থেকে পাইকারি ক্রেতারা আসেন আম কিনতে৷
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ‘কানসাট’ আমের বাজার৷ দেশের সব জায়গা থেকে পাইকারি ক্রেতারা আম কিনতে আসেন এখানে৷ সবচেয়ে বেশি আমের চাষও হয় এই জেলায়৷ কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ অঞ্চলের প্রায় ২৪০০ হাজার হেক্টর জমিতে আঠারো লাখেরও বেশি আম গাছ আছে৷