শ্রীমঙ্গলে বালিকা বিদ্যালয়ে ১৬ বছর পর প্রধান শিক্ষক নিয়োগ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ১৬ বছর পর একজন প্রধান শিক্ষক নিয়োগ পেলেন। বুধবার সকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আরতি দেবের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন মোঃ আবদুর রাজ্জাক।
তিনি এর আগে নরসিংদী ব্রাহ্মন্দী কে কে এস সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
গত ৬ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. এনামুল কাদের খান এক প্রজ্ঞাপনে এ নিয়োগ প্রদান করেন। উলেখ্য ১৭ সেপ্টেম্বর ১৯৯৮ সালের পর থেকে ৮ জুলাই ২০১৪, পর্যন্ত বিদ্যালয়টি প্রধান শিক্ষক বিহীন ছিল। তবে এর মধ্যে ২০০৫ সালে নাজমা খানম নামের একজন প্রধান শিক্ষক চার মাস ছিলেন।
শ্রীমঙ্গল শহরের একমাত্র সরকারি এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রধান শিক্ষক বিহীন এ নিয়ে পত্র পত্রিকায় বেশ সংবাদ প্রকাশিত হলে শেষ পর্যন্ত বুধবার একজন প্রধান শিক্ষক নিয়োগ পেলেন।
স: ইএইচ