ভারতের সঙ্গে সমুদ্রসীমা জয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কুয়েট ভিসি
আন্তর্জাতিক আদালত কর্তৃক বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ ২৫ হাজার ৬০২ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে ১৯ হাজার ৪৬৭ বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশকে দিয়ে ভারতের সঙ্গে নতুন সমুদ্রসীমা নির্ধারণের সাফল্য অর্জনে বর্তমান
সরকারের অব্যাহত প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
কুয়েট ভাইস-চ্যান্সেলর বলেন, এটি বর্তমান সরকারের একটি বড় ধরনের কুটনৈতিক সাফল্য এবং দূরদর্শীতার পরিচায়ক।
এ জয়ের ফলে ভারতের সাথে বিরোধপূর্ণ বঙ্গোপসাগর এলাকায় তেল-গ্যাস ও খনিজ সম্পদের উপর বাংলাদেশের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হলো।
ভিসি এ সাফল্য অর্জনে অগ্রণী ভূমিকা পালনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট মন্ত্রণালয়কে অভিন্দন জানান।
সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালতের এই ঐতিহাসিক রায়ের ফসল বাংলাদেশের জনগণ অত্যান্ত দক্ষতা ও সফলতার সাথে ঘরে তুলতে পারবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
স: ইএইচ