মৎস্য সপ্তাহ উপলক্ষে খুবিতে পোনা অবমুক্তকরণ

Khulna_Universityজাতীয় মৎস্য সপ্তাহ’১৪ উপলক্ষে মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে এক শোভাযাত্রা ও পোনা অবম্ক্তুকরণ কর্মসূচি পালিত হয়।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের খালে ভিসি আনুষ্ঠানিকভাবে মৎস্য পোনা অবমুক্ত করেন।

Post MIddle

পরে তিনি সমাবেতদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভবিষ্যতে এদেশের এক এক জন মৎস্য বৈজ্ঞানিক। তাই তোমাদের মাছের নিরাপদ উৎপাদনের বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে। মাছ চাষের বিষয়টি এখন অত্যন্ত প্রয়োজনীয় আর্থ-সামাজিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তিনি মৎস্য গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে উম্মুক্ত জলাধারের বিষয়টিও জোর দেয়ার আহবান জানান।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৎস্য সপ্তাহ পালনের এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আইয়াজ হাসান চিশ্তীসহ ডিসিপ্লিনের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ছাড়াও মৎস্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট