জাবিতে প্রদর্শিত হচ্ছে নাটক ‘কবি’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাটক ‘কবি’র প্রদর্শনী। তিন দিনব্যাপী প্রদর্শনীর মঙ্গলবার ছিল প্রথম দিন।
বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার অংশ হিসেবে এটি প্রদর্শিত হচ্ছে।
প্রতিদিন বেলা ১১টা ও রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের দোতলায় নাটকটির প্রদর্শনী শুরু হবে। প্রদর্শনী চলবে ১০ জুলাই পর্যন্ত।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাস অবলম্বনে রচিত এ নাটকটির
নির্দেশনা দিচ্ছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম ইউসুফ হাসান।
বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নাটকটিতে অভিনয় করছেন।
স: ইএইচ