শিশু-শিক্ষায় ৭ কোটি ডলার দেবে ইউএনএফপিএ

শিশুদের স্কুল লেভেল থেকে মানসিকভাবে উন্নত করে গড়ে তুলতে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নে ৭ কোটি ডলার দেবে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ( ইউএনএফপিএ)।UNFPA

মঙ্গলবার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যালয়ে এক বৈঠকে এ কথা জানান ইউএনএফপিএ’র প্রতিনিধি আর্জেন্টিনা মাতাবেল।

তিনি বলেন, শিশুদেরকে ছোট বেলা থেকেই মানসিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে। তাহলে তারা আরও বেশি সচেতন হয়ে দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারবে।

এ প্রকল্পের মাধ্যমে নারীদেরকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করা হবে বলেও জানান তিনি।

Post MIddle

এ সময় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমাদের দেশের জনসংখ্যা জনশক্তিতে পরিণত করতে হবে। এজন্য তাদেরকে শিশু বয়স থেকে উন্নত মানসিকতা সম্পন্ন করে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশে জনসংখ্যার বৃদ্ধির হার শুন্য। তাই জনসংখ্যাকে দক্ষ করে তুলে দেশের উন্নয়নে লাগানো যাবে।

আগামী ৫ বছরে ‘জেনারেশন ব্রেক থ্রু’ নামক প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রকল্প বাস্তবায়নে ৪টি জেলা নির্ধারণ করা হয়েছে। জেলাগুলো হচ্ছে পটুয়াখালী, বরগুনা বরিশাল ও ঢাকা। এসব জেলার ৩৫০ টি স্কুলের ছেলে-মেয়েদেরকে এ প্রকল্পের আওতায় আনা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন নেদারল্যান্ড এম্বাসীর ফার্স্ট সেক্রেটারি এলা ডি ভুক্ষড, পরিকল্পনা কমিশনের ভৌত ও অবকাঠমো বিভাগের সদস্য আব্দুল মান্নান হাওলাদার প্রমুখ।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট